জামালউদ্দীন :
রাস্তা ঠিক করে দেয়ায় যান চলাচল সাভাবিক হল আজ। কয়েকদিন আগের ঘূর্নিঝড়ে গাছ পড়ে মাধবকাটি রাস্তা ধসে যাওয়া স্থান স্বেচ্ছা শ্রমে মেরামত করলেন ইউপি সদস্য সুমন সানা।ঝড়ের ১ সপ্তাহ পার হলেও সরকারি ভাবে কোন উদ্যোগ না নেওয়ায় সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের মেম্বার সুমন সানা ক্ষতিগ্রস্ত রাস্তা আজ সংস্কার করেছেন। এলকাবাসী রাস্তা সংস্কার হওয়ায় আনন্দ প্রকাশ করে বলেন গত ১ সপ্তাহ এ রাস্তা দিয়ে জনসাধারণ চলাচলে চরম ভোগান্তীতে ছিল। আজ রাস্তা ঠিক করে দেয়ায় যান চলাচল সাভাবিক হল।
