হোম অন্যান্যসারাদেশ মাদক সহ সাতক্ষীরা ছাত্রদলে তিন নেতা রাজধানীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর খিলগাওয়ের মোরদিয়া বাজার থেকে আইচ ও ইয়াবা সহ সাতক্ষীরা জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে মাদক মামলাকে মিথ্যে পুলিশি হয়রানী বলে মুক্তি চেয়ে শহরে পোষ্টার লাগাচ্ছে জেলা ছাত্রদলের একাংশ বলে জানায় জেলা ছাত্রদলের এক নেতা। মাদকসহ গ্রেপ্তারকৃত হলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব(৩২), যুগ্ম সম্পাদক আবু সাঈদ (৩০)ও নুরুজ্জামান বাবু (২৯)।

সোমবার গভীর রাতে তাদের আটক করা হয় বলে জানা গেছে। এই ঘটনার পর মঙ্গলবার খিলগাঁও থানার উপ-পরিদর্শক মাহামুদুল হাসান বাদী হয়ে মাদক মামলায় তাদের কারাগারে পাঠিয়েছেন বলে জানা গেছে।

উপ-পরিদর্শক মাহামুদুল হাসান জানান, সোমবার রাত দুইটার দিকে মোরদিয়া বাজারের লালমিয়ার গলিতে পুলিশ অভিযান চালায়।ওই সময় আটক হন তিন যুবক।পরবর্তীতে জিজ্ঞাসাবাদের নাম ও পরিচয় পাওয়া যায়। এরপর সজিবের কাছ থেকে ৩ গ্রাম আইচ ও ২১পিচ ইয়াবা, সাঈদের কাছ থেকে ১৫পিচ ইয়াবা এবং বাবুর কাছ থেকে ৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার ওসি সুজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং-৫৪(২১/৬/২২)।মঙ্গলবার দুপুরে তাদের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন