হোম অন্যান্যসারাদেশ মাদকাসক্ত ৯ আসামিকে অভিনব দণ্ড, জেলে না গিয়ে মুক্তিযুদ্ধের বই

মাদকাসক্ত ৯ আসামিকে অভিনব দণ্ড, জেলে না গিয়ে মুক্তিযুদ্ধের বই

কর্তৃক
০ মন্তব্য 619 ভিউজ

অনলাইন ডেস্ক :

মাগুরায় মাদক মামলায় নয় আসামিকে অভিনব দণ্ড দিয়েছে আদালত। আসামিদের কারাদণ্ড প্রদান করলেও তাদের জেলে যেতে হবে না।

সোমবার মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. মোস্তফা পারভেজ এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মাগুরা শহরের নতুন বাজার এলাকার অমি, অনিক সরকার, সৌরভ ঘোষ এবং সদর উপজেলার আঠারখাদা গ্রামের মিলন, সোহেল, উজির বিশ্বাস, তুহিন, রাশেদ ও সুজন বিশ্বাস। তাদের তিনমাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২০১৬ সালের ৯ ডিসেম্বর মাগুরা পৌর এলাকার বাটিকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাঁশবাগানে গাঁজা বিক্রির সময় পুলিশ তাদের গ্রেফতার করে।

সাক্ষ্য প্রমাণ গ্রহণে বিচারক এই সাজা প্রদানের আদেশ দিলেও প্রভেশন আইনে তারা কারাগারে যাবে না। প্রবেশকালীন সময়ে এই নয়জন প্রভেশন অফিসারের তত্বাবধানে নিয়োজিত থাকবে, বাসস্থান ও জীবনযাপনের উপায় সম্পর্কে প্রভেশন অফিসারকে অবহিত করবে, সৎ ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে, কোনপ্রকার মাদক সেবন করবে না, বহন করবে না, হেফাজতে রাখবে না এবং মাদক সেবন, গ্রহণ ও বহনকারীকে এড়িয়ে চলবে।

এই সময়ে মুক্তিযুদ্ধের চারটি বই আনিসুল হকের মা, মুহাম্মদ জাফর ইকবালের আমার বন্ধু রাশেদ, জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, শাহরিয়ার কবিরের একাত্তরের যিশু বইগুলি পড়তে হবে। আর সিনেমা হাঙ্গর নদী গ্রেনেড ও ওরা ১১জন দেখবে। পরিবেশের প্রতি দায়িত্বশীল হিসাবে ২টি বনজ এবং ৩টি ফলজ গাছ রোপণ করবে। এই ব্যতিক্রমী রায় সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন