মাগুরা অফিস :
মাগুরা পৌর আওয়ামীলীগ আজ বৃহস্পতিবার কর্মীবর্ধিত সভা করেছে। শহরের শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, একেএম কামরুজ্জামান চাঁদ, মকবুল হাসান মাকুল প্রমুখ বক্তব্য রাখেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৬ সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে সকালে কর্মী বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।
সাইফ্জ্জুামান শিখর এমপি বলেন, দলকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। পাশাপাশি আওয়ামীলীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার পর দেশে যে উন্নয়ন হয়েছে তার প্রচার মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
s