হোম অন্যান্যসারাদেশ মাগুরায় শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা প্রদান

মাগুরা অফিস :

২০১৯-২০ অর্থ বছরের জন্য মাগুরার ৭ জন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের সাহাপাড়া কর সার্কেল কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার ৪টি ক্যাটাগরিতে মোট ৭ জনকে শ্রেষ্ঠ করদাতার সম্মান দেওয়া হয়েছে। দীর্ঘ সময় কর প্রদানের জন্য আব্দুল গফুর বিশ্বাস, ও আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হককে শ্রেষ্ঠ করদাতা নির্বাচন করা হয়।

সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজিজুল হক, মেহেদী হাসান ও শাহীনুর রহমান পিকুল। তরুণ করদাতা হিসেবে মনোনীত হয়েছেন ফয়সাল আহমেদ। মোছাম্মৎ হোসনে আরাকে শ্রেষ্ঠ নারী করদাতা ঘোষণা করা হয়েছে। নির্বাচিত ৭ করদাতাকে ক্রেস্ট, সম্মানননা পত্র এবং উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়েছে।

মাগুরা সার্কেলের কর উপকমিশনার এসএম আব্রাহাম লিংকন বলেন,‘করোনা পরিস্থিতির কারণে এবার বড় কোন অনুষ্ঠান করতে না পারলেও শ্রেষ্ঠ করদাতাদেরকে সম্মানিত করতে পারায় আনন্দিত। আশা করি এ সম্মান দেশের নাগরিকদেরকে আরো বেশি করে কর প্রদানে উদ্বুদ্ধ করবে।’

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন