মাগুরা অফিস :
মাগুরায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পূতি উপলক্ষ্যে আগামী ১৯ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাওয়া শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান, স্টেডিয়ামে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এ ট্রফি উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সোনালী অতীত ক্লাবের সভাপতি কামরুজ্জামান চাঁদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মবকুল হোসেন প্রমুখ।
ক্রিকেট টুর্নামেন্টে ৪ টি দল অংশ নেবে। টুর্ণামেন্টে স্থানীয় ও জাতীয় দলের ক্রিকেটার অংশগ্রহন করবে বলে আয়োজকরা জানিয়েছে।
s
