হোম অন্যান্যসারাদেশ মাগুরায় শিশু মাহিদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মাগুরায় শিশু মাহিদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 124 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরায় শিশু মাহিদ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে এলাকাবাসি মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।
গত ৭ অক্টোবর সদর উপজেলার বারাশিয়া গ্রামের মুজিবর রহমান মোল্যার সাত বছরের ছেলে শিশু মাহিদকে চাচাতো ভাই আসলাম ও তার ছেলে রোহান হাত-পা বেঁধে তালের ডোঙ্গায় চড়িয়ে স্থানীয় নবগঙ্গা নদীতে ডুবিয়ে হত্যা করে।

পরে পুলিশের নিকট তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকান্ডের ৫দিন পর ১১ অক্টেবর ডুবুরীদের মাধ্যমে নবগঙ্গা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। বর্তমানে আসামী বাবা ও ছেলে দুজনেই আটক আছে। মানববন্ধনে নিহত শিশু মাহিদের বাবা মুজিবর মোল্যা ও মা মর্জিনা বেগমসহ এলাকাবাসি এই নৃশংস হত্যাকারিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন