মাগুরা অফিস :
পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত ডাল ও তেল জাতীয় ফসলের চাষাবাদ কলাকৌশল, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার মাগুরা বিনা উপকেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মাগুরার বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানজীলুর রহমান, মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা ও মাগুরা মসলা গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৭০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
s
