হোম ফিচার মাগুরায় জন্ম নিয়েছে দুই মাথার শিশু

মাগুরা অফিস :

মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে আজ মঙ্গলবার বিকেলে দুই মাথার একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে। সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশু ও তার মা সুস্থ্য আছে। তবে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকরা দুই মাথায়ালা শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন।

জাহান প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ডাক্তার মাসুদুল হক জানান, সন্তান সম্ভবা সোনালী খাতুনকে, পরিবারের সদস্যরা বিকালে তার হাসপাতালে ভর্তি করে। বিকেলে সাড়ে ৪ টার দিকে সিজার করলে তার গর্ভ থেকে দুই মাথায়ালা একটি কন্যা সন্তান জন্ম নেয়। দুটি মাথা বাদে শিশুটির দুটি হাত, দুটি পাসহ অনান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক আছে। পরে শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

শিশুটির বাবা মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের পলাশ মোল্লা বলেন, তার সন্তান সম্ভবা স্ত্রী সোনালী খাতুনকে, বিকালে শহরের জাহান প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। আর্থিক সামর্থ না থাকায় তিনি সদ্য জন্ম নেওয়া তার দুই মাথায়ালা শিশুটিকে আপাতত ঢাকায় নিতে পারছেন না।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের শিশু চিকিৎসক ডাক্তার জয়ন্ত কুমার কুন্ডু বলেন, সার্জিক্যাল বিষয় হওয়ায় জোড়া মাথার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন