মাগুরা অফিস :
মাগুরায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারি ও সন্তানদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শহরের আছাদুজ্জামান মিলনায়তনে সংগঠনের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অব) মাহফুজুর রহমান খান ও যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম কুদ্দুস।
অনুষ্ঠানে ১৬৯ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি ও তাদের সন্তানদের মধ্যে এককালিন অনুদান, শিক্ষাবৃত্তি ও জরুরী চিকিৎসা বাবদ ৫ লাখ ২২ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।
