হোম অন্যান্যসারাদেশ মাগুরায় অতিথি পাখি শিকার বন্ধে সাইকেল র‌্যালী

মাগুরা প্রতিনিধি : ‘জীবনের জন্য পাখি তাদেরকে সযতেœ রাখি’এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা এলাকায় নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে জীববৈচিত্র্য রক্ষায় শীতের আগমনে আসা অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতামুলক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে র‌্যালিটি নহাটা ইউনিয়ন সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরে কৃষ্ণ অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বুরহান উদ্দিন,নোহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা আলী মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক শাহজান মিয়া।

নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া জানান, নহাটায় উপজেলার সবচেয়ে বড় ইছামতির বিল রয়েছে। প্রতি বছর শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির সমাগম হয়। এক শ্রেণির শিকারী ফাঁদ পেতে অনেক পাখি শিকার করছে। এতে পাখির সংখ্যা কমে যাচ্ছে। অতিথি পাখি শিকার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

প্রধান অতিথি হরে কৃষ্ণ অধিকারী বলেন,‘প্রকৃতির আমাদের প্রাণ পাণী কেউ পাখি শিকার করতে না পারে আমরা সেই জন্য কাজ করছি। পাখি শিকারিদের নাম সংগ্রহ করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন