হোম অন্যান্যসারাদেশ মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। রোববার ভোররাতে মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের লেবুতলা এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশী অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭ জন পুরুষ, ৩ নারী ও ৩ শিশুকে আটক করে। আটককৃতদের বাড়ি মাদারীপুর, মাগুরা, খুলনা, যশোর ও নাটোর জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও জানিয়েছে বিজিবি।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন