নড়াইল অফিস:
নড়াইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।
সভায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে শিল্পকলা একাডেমী চত্বরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। শ্রদ্ধাঞ্জলি জানানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শহিদ মিনারে ফুল দিতে হবে। ২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়। নড়াইলে সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সভায় সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন,অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।