হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে স্কুলের প্রাচীর ভেঙ্গে রাস্তা নির্মাণ, ব্যবস্থা গ্রহণের দাবীতে লিখিত অভিযোগ দায়ের

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :

মনিরামপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে প্রভাবশালী একটি পরিবারের যাতায়াতের জন্য রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে গতকাল সোমবার উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোটা অংকের অর্থের বিনিময়ে ও স্কুল ছুটি থাকার সুযোগে এমন ঘটনা ঘটানো হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যালয় কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন উক্ত ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

তবে অভিযোগ রয়েছে, ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও জড়িতদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার হাসপাতাল মোড় মোহনপুর গ্রামের কোরিয়া প্রবাসী আনোয়ারুল ইসলাম বাচ্চু স্থানীয় বাধাঁঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে দ্বিতল বাড়ি নির্মাণ করেছেন। অভিযোগ রয়েছে, এই বাড়িতে যাতায়াতের জন্য অবৈধ পন্থায় রাস্তা নির্মাণের জন্য বিভিন্ন জায়গায় দেনদরবার চালিয়ে প্রথম পর্যায় ব্যর্থ হন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার রাতে একটি চক্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে রাতারাতি রাস্তা নির্মাণ করে দেয়।

সূত্র জানায়, একজন জনপ্রতিনিধিসহ একটি চক্রকে প্রায় ৫ লক্ষ টাকায় ম্যানেজ করে ব্যক্তিগত একটি পরিবারের চলাচলের জন্য ওই রাস্তা নির্মাণ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সাবেক কোরিয়া প্রবাসী আনোয়ারুল ইসলাম বাচ্চু বলেন, চলাচলে রাস্তা নির্মানের জন্য বিভিন্ন জায়গায় ধর্না নিয়ে ব্যর্থ হওয়ার পর মনিরামপুর পৌরসভার মেয়রের দ্বারস্থ হয়। তিনি চলাচলের রাস্তা সংস্কারসহ দুটি গেট নির্মাণের জন্য অনুমতি দেয়ার পর স্কুলের সামান্য প্রাচীর ভেঙ্গে রাস্তা নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে কোন ঝামেলা হলে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চালানো হবে।

স্কুলের সীমানা প্রাচীর ভেঙ্গে ব্যক্তিগত রাস্তা নির্মাণের বিষয়ে জানতে চাইলে বাঁধাঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার বানু বলেন, উক্ত ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন পলাশ জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ স্কুলের সীমানা প্রাচীর যেমন ছিলো, তেমনি ভাবে নির্মাণ করে দেয়ার যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন