রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
মনিরামপুরে গতিরোধ করে মারপিট করে ডালিম হোসেন(৫০) নামে এক কৃষকের কাছ থেকে কুড়ি হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে নয়টার টারদিকে উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের মোড়ে। পরে স্থানীয়রা ডালিম হোসেনকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ডালিম হোসেন খাটুয়াডাঙ্গা গ্রামের মৃত রসুল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ ও প্রভাস চন্দ্র ঘোষ জানান, ডালিম হোসেনের ছেলে বর্তমান সৌদি প্রবাসী। শুক্রবার রাতে তার ছেলের পাঠানো ৫০ হাজার টাকা স্থানীয় বাজারের একজন বিকাশ এজেন্টের কাছ থেকে উত্তোলন করে ডালিম মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ডালিম হোসেনের অভিযোগ পথিমধ্যে খাটুয়াডাঙ্গা গ্রামের দুষ্টু গাজীর কবরের পাশে পৌছলে দূর্বৃত্তরা তার গতিরোধ করে। এ সময় বাধা দিলে দূর্বৃত্তরা মারপিটের পর ডালিমের পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা ডালিমকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ডালিম জানান, ৫০ হাজারের মধ্যে ২০ হাজার তার শার্টের পকেটে এবং ৩০ হাজার টাকা ছিল তার লুঙ্গীর ভেতর। ফলে ৩০ হাজার দূর্বৃত্তরা নিতে পারেনি।
তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধীক ব্যক্তি জানান, পাওনাদারদের হাত থেকে রক্ষা পেতে ডালিম পরিকল্পীতভাবে ছিনতাই এ নাটক করেছে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনাটি সম্পূর্ন রহস্যজনক।তার পরও এব্যাপারে লিখিত অভিযোগ করা হলে অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।