হোম খুলনাযশোর মনিরামপুরে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন

মনিরামপুরে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
মনিরামপুরে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বিথি, উপজেলা খাদ্য কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা পলাশ আহম্মেদ, চাল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ। উপজেলা খাদ্য কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন জানান, চলতি আমন মৌসুমে অভ্যন্তরীন সংগ্রহ অভিযানে সরকার ধানের ক্রয় মূল্য কেজি প্রতি ৩৪ টাকা এবং চালের ক্রয় মূল্য কেজি প্রতি ৫০ টাকা ধার্য করেছে। উপজেলায় এই অভিযানে ২৯টি মিলারের মধ্যে প্রাথমিকভাবে ৪টি মিলারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় ১শ’৩০ মেট্রিক টন ধান এবং ১ হাজার ২শ’৩৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এতে করে প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারের কাছে নায্য দামে ধান ও চাল বিক্রি করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন