হোম খুলনাযশোর মনিরামপুরে দীপ শিখা সংস্থার উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

মনিরামপুরে দীপ শিখা সংস্থার উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

মনিরামপুরের দীপ শিখা সংস্থার উদ্যোগে উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানে ৪৩ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের এককালীর ৬ হাজার টাকা প্রদান করা হয়। বিএনএফ এর আর্থিক সহযোগিতায় ওই অনুদান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন দীপ শিখা সংস্থার পরিচালক প্রকাশ চন্দ্র ধর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। এছাড়া অন্যানের মধ্যে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, সিনিয়র শিক্ষক আতিয়ার রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন ঘোষ, নওসের আলী, ইউপি সদস্য পরিমল বিশ্বাস, রমা রানী দত্তসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন