মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোর-চুকনগর সড়কে ট্রাকচাপায় সাবেরা ইয়াসমিন জান্নাত (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত- সেলিম হোসেনের মেয়ে সে হাসাডাঙ্গা ওলামানগর মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্রী। রোববার দুপুরের দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে উপজেলার হাসাডাঙ্গা ফকিররাস্তা বাজার সংলগ্ন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, নিহত জান্নাত মাদ্রাসা থেকে বাড়িতে আসছিল। ফকিররাস্তা বাজার সংলগ্ন মেইন সড়কের পশ্চিম পাশ হতে পার হয়ে পূর্ব পাশে দিক যাচ্ছিল। এ সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে জান্নাতের মৃত্যু হয়।