হোম খুলনাযশোর মনিরামপুরে অবৈধ মৎস্য ঘের কাটার অপরাধে ৫০ হাজার টাকার অর্থদন্ড, ২টি এক্সকাভেটর জব্দ

মনিরামপুরে অবৈধ মৎস্য ঘের কাটার অপরাধে ৫০ হাজার টাকার অর্থদন্ড, ২টি এক্সকাভেটর জব্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 111 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
মনিরামপুর উপজেলার ঝাঁপা বাওড় সংলগ্ন এলাকায় অবৈধ মৎস্য ঘের কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ঝাপা গ্রামের মিজানুর রশীদকে ৫০ হাজার টাকা জরিমানার দন্ড দেয়া হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত ২ টি এক্সকাভেটর মেশিন জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম পুলিশ ফোর্স সাথে নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ঝাপা ইউনিয়নের ঝাপা বাওড় সংলগ্ন এলাকায় মৎস্য ঘের কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ঘের মালিক মিজানুর রশীদকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ২ টি এক্সকাভেটর জব্দ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন