হোম অন্যান্যসারাদেশ মনপুরা মজার স্কুলের পক্ষ থেকে ২০০ অভিভাবকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মনপুরা মজার স্কুলের পক্ষ থেকে ২০০ অভিভাবকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 83 ভিউজ

মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ ও গবীব দুই’শ পরিবারের মাঝে ব্যাক্তিগত উদ্দেগ্য পরিচালিত মজার স্কুল এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১জুন)সকাল ১০টায় দক্ষিণ সাকুচিয়া গুচ্ছ গ্রামে মজার স্কুলের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মনপুরা উপজেলায় আ’লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল।

এছাড়াও উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম সাবু, হাসিবুর হাসান প্রোগ্রাম ম্যানেজার মনপুরা মজার স্কুল প্রোগ্রাম অফিসার অরবিন্দু রায় প্রমুখ।

এদিকে মনপুরা মজার স্কুলের অধ্যায়নরত ছাত্রছাত্রীদের, অসহায় দুঃস্থ ও গরীব অভিভাবকদের এমন ৯১ পরিবারের মাঝে চাল-১৫কেজি, ডাল-৩কেজি, আলু-৫কেজি, তেল -২লিটার ,পিঁয়াজ -৩কেজি, লবণ ১ কেজি, বিতরণ করা হয়।
এই সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, এই মজার স্কুলের এই রকম মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি আমার পক্ষ থেকে তাদের কলাকৌশলিকে অভিনন্দন জানায়।
মজার স্কুলের প্রোগ্রাম অফিসার অরবিন্দু রায় বলেন প্রথম ধাপে ৯১পরিবারের মাঝে দিয়েছি আগামী শনিবার কাজিরচরে ৮০পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবে বলে জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন