মনপুরা ভোলা প্রতিনিধি :
ভোলার মনপুরায় ১নং মনপুরা ইউনিয়ন (রামনেওয়াজ) শ্রী শ্রী জ্ঞানদায়িনী হরিসভা মন্দিরের জাঁকজমক ভাবে উৎযাপন হলো শতবর্ষীয় কীর্তন উসব।
গত ২২শে ফেব্রুয়ারি রোজ সমবার শুভঅধিবাস দিয়ে শুরু হয় শতবর্ষীয় এই কীর্তন উৎসব। ৬দিন ব্যাপি চলবে এই কীর্তন মহাউৎসব।
১৯২২সাল শ্রী শ্রী জ্ঞানদায়িনী হরিসভা মন্দির প্রতিষ্ঠা করেন বর্তমান সভাপতি দিলিপ মজুমদারের দাদা বজ্রলাল মজুমদার, সম্পাদক চন্দ্র কুমার চক্রবতী। এই মন্দিরে প্রতিষ্ঠাকালিন থেকে পালন করা হয় দুর্গাপূজা, স্বরসতী পূজা, দুল যাত্রা, কীর্তন উৎসব
প্রতিবছর দেশের খ্যাতিনামা কীর্তন উৎসব পালন করা দলগুলো,এই কীর্তন উৎসবে যোগদান করেন। প্রতিবছর ৬টি দল কীর্তন উৎসবে অংশগ্রহণ করেন।
৬ দিনের মহাউৎসব প্রায় লক্ষাধিক বক্তসমাগম উপস্থিত হয়ে তাদের মনের বাসনা পূরনে ঈশ্বরের নিকট প্রার্থনা করেন।
২৭শে ফেব্রুয়ারি মহাপ্রসাধ বিতরনের মধ্য দিয়ে শেষ হয় শতবর্ষীয় এই মহা কীর্তন র্উৎসব। মহাপ্রসাধ বিতরন করেন শ্রী শ্রী জ্ঞানদায়িনী হরিসভা মন্দিরে সভাপতি দিলিপ মজুমদার এবং সম্পাদক কিংকর চক্রবতী।
s