হোম অন্যান্যসারাদেশ মনপুরায় এমপি জ্যাকব কে গন সংবধর্নার নামে মনপুরা বাসির মহাউৎসবের প্রস্তুতি

মোঃ মিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) :

ভোলার জেলার বিচিন্ন দ্বীপ মনপুরা উপজেলা, চারপাশে রয়েছে সর্বনাশী মেঘনা নদী। মনপুরা রক্ষায় একনেকে পাস হয় ১ হাজার ১৫ কোটি ৭০ লক্ষ টাকা। জনগনের অশ্রুসিক্ত ভালোবাসা এমপি জ্যাকব কে গন সংবধর্নার মাধ্যমে প্রধানমন্ত্রী কে প্রাণঢালা ভালোবাসা জানাতেই গন সংবধর্নার নামে মহাউৎসব করতে যাচ্ছে মনপুরা বাসি।

মেঘনার করাল ঘ্রাস থেকে বাঁচাতে মনপুরা বাসির প্রাণের দাবি ছিল ব্লগও জিও ব্যাগের এর মাধ্যমে নদী শাসন করে মনপুরা কে মেঘনার করাল ঘ্রাস থেকে রক্ষা করতে। ২০০৮ সালে ডিসেম্বর হাজার ও আশা নিয়ে মনপুরা বাসি এমপি জ্যাকব কে নৌকা মার্কায় ভোট দেয় এবং বিপুল ভোটে এমপি নির্বাচিত করেন। প্রথমে উন্নায়নের নমুনা সাক্ষর রাখেন হাজির হাট শহর রক্ষা নামের প্রকল্প হাতে নিয়ে, উপজলাসহ বেঁচে যায় মনপুরার প্রাণ কেন্দ্র।

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি নির্বাচিত হওয়ার পর তাঁর কাছে কোন কিছুই চায়তে হয় নাই, মনপুরা বাসির জন্য, নিজ উদ্যোগে একের পর এক উন্নায়ন করে গেছেন। ২৪ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩ টায় হাজীরহাট সরকারী মডেল মাধ‌্যমিক বিদ‌্যালয়ের মাঠে গন সংবধর্না অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিদুৎ, অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন,২টি খাদ্য গুদাম,অডিটোরিয়াম, সুউচ্চ সাবরেজিষ্টার অফিস, ৪ তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলো,যুগ্ন জর্জকোট, মডেল মসজিদ,এমবোলেন্স, অসংখ্য বিজ্র,কালবাট, মডেল উপজেলা পরিষদ ভবন, ফায়ারসার্ভিস, ২টি পুলিশ ফাঁড়ি, মনপুরায় এখন প্রায় ৯৫ শতাংশ রাস্তা পাকা। মডেল উপজেলা হিসেবে পরিকল্পিত ভাবে উন্নায়ন করে যাচ্ছেন এমপি জ্যাকব। মনপুরা সাস্থ্যকমপ্লেক্সে কে ৩১শয্যা থেকে ৫০ শয্যা হাসপাতালে উন্নতি করেছেন। ডাক্তার নার্স দের আবাসিক জন্য ৩ তলা বিশিষ্ট ৩টি নতুন ভবন করেন।

একটি নতুন কলেজ করেন, সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ, একটি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারী করেন এমপি জ্যাকব। অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের এমপিও করান এমপি জ্যাকব।

মনপুরাকে পর্যটন নগরী হিসেবে গড়তে পরিকল্পিত ভাবে কাজ করে যাচ্ছেন এমপি জ্যাকব। বাংলাদেশে একজন পরিশ্রমী এমপি হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

মনপুরা বাসি স্বপ্নে ও ভাবে নাই প্রধানমন্ত্রী একনেকে মনপুরা রক্ষায় ১ হাজার ১৫কোটি ৭০লক্ষ টাকা পাস করবেন। মনপুরার জনগন ভালোবাসার চিরকৃতজ্ঞায়, ভালোবাসায় রাঙ্গিয়ে রাখতে চায় এমপি জ্যাকব কে, ধন্যবাদ জানাতে চায় প্রধানমন্ত্রী কে, আয়োজনে পরিশ্রমে,সকল শ্রেনীর ও পেশার লোকজন,এক ও অভিন্ন হয়ে কাদে কাদ মিলিয়ে , ব্যানার পেষ্টুন,সুসজ্জিত গেট, রাতের ঝিলিক বাতি সব মিলিয়ে এক অন্য রকমের শহরে পরিনত হয়ে আছে মনপুরা উপজেলা গন সংবধর্না অনুষ্ঠানকে মহাউৎসবে পরিনত করতে চায় মনপুরার জনগন। এই জন্য উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শেচ্চাসেবকলীগ সহ সকল অঙ্গসংগঠন নেতা কর্মীগন,জনগন ও প্রস্তুত রয়েছে প্রশাসন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন