হোম অন্যান্যসারাদেশ মথুরেশপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অস্থায়ী কার্যালয়ে বসে কাজ করছেন

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমকে দায়িত্ব বুঝে না দেওয়ায় ২৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ইউনিয়ন পরিষদের সামনে অস্থায়ী কার্যালয়ে নর্ব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও পরিষদের সদস্যরা কার্যক্রম পরিচালনা করছেন।

প্রথম দিনে নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল হাকিম পরিষদের সকল সদস্য সদস্যা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব নাসরিন আক্তার। এসময় তিনি ইউনিয়ন পরিষদের জিনিসপত্র আনুষ্ঠানিকভাবে বুঝে পাননি, সার্বিক পরিবেশ নোংরা অস্বাস্থ্যকর ও অনুপোযোগী পরিবেশে পরিষদের কার্যক্রম ব্যাহত হওয়ায় তিনি ইউনিয়ন পরিষদের সামনে ডেকোরেটর দিয়ে প্যান্ডেল তৈরি করে অস্থায়ী কার্যালয়ে জনগনের সেবায় কাজ করছেন। ইউনিয়ন পরিষদের নোংরা পরিবেশ এবং সাবেক চেয়ারম্যানের কাছ থেকে পরিষদের মালামাল সহ সার্বিক বিষয়ে বুঝে না পেয়ে বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন