মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর উপজেলার আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটি বাতিল করলেন কেন্দ্রীয় কমিটি।গতকাল ২ আগষ্ট মঙ্গলবার সন্ধায় খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতা বি এম মোজাম্মেল হক নিজ কার্যলয়ে মণিরামপুর উপজেলার ত্যাগী নেতাদের সাথে আলোচনা শেষে সদ্য ঘোষিত কমিটি বাতিল করে আগামী ৭ সেপ্টেম্বর দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে একটি স্বচ্ছ নিরপেক্ষ পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।
গত ৩০ জুলাই বৃহস্পতিবার দীর্ঘ দিন পর মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের একতরফা স্বজনপ্রীতি মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন, উপজেলা সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য (এমপি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। যেখানে দলের দুর্দিনে যারা বিরোধী দলের হামলা মামলা সহ নির্মম নির্যাতন সহ্য করে দলকে সুসংগঠিত করেছিলেন একতরফা কমিটি থেকে তাদেরকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন।
তাত্ক্ষণিক সদ্য ঘোষিত কমিটির সোস্যাল মিডিয়া ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র নিন্দা ও ক্ষোভের বহিঃপ্রকাশ। শুরু হয় তৃণমূল সহ উপজেলা আওয়ামী লীগের ত্যাগীদের মধ্যে হাস্যরসের এক তীব্র ক্ষোভ। বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সমন্বয়কারী কেন্দ্রীয় নেতা এবিএম মোজাম্মেল হকের নজরে আসলে তাত্ক্ষণিক ভাবে উপজেলা আওয়ামী লীগের নীতিনির্ধারণী ও দলের দায়িত্ব প্রাপ্তদের নিজ কার্যলয়ে ডেকে পাঠান।
তারই সূত্র ধরে গতকাল ২ আগষ্ট মঙ্গলবার সন্ধায় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতার নিজ কার্যলয় ঢাকা সমবেত হয়ে বিস্তারিত বিষয়ে জানান। সবার সাথে আলোচনা শেষে সদ্য ঘোষিত কমিটি বাতিল করে পুনারায় আগামী ৭ সেপ্টেম্বর সকলের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের বিষয় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন লাভলু জানান,আমাদের রক্তে মিশে আছে বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের বাদ দিয়ে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের কোন কমিটি হবে প্রশ্নই আসে না।আমরা আজ খুশি দল আমাদেরকে যথার্থ মূল্যায়ন করেছে।এভাবেই পরিবারতন্ত্র ক্ষমতার বিলুপ্ত হবে এই মণিরামপুরে।
উপজেলা চেয়ারম্যান নাজমা খানম জানান,আমরা বিশ্বাস করি দলের দূর্দিনে যারা দলকে সুসংগঠিত করেছেন তাদের বাদ দিয়ে একতরফা স্বজন প্রীতির কোন কমিটি মণিরামপুরে হবে না।আর গতকাল সেটাই প্রমান করলেন কেন্দ্রীয় নেতারা।ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনা সহ সকল কেন্দ্রীয় নেতাদেরকে।
মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ সাধরন সম্পদক প্রভাষক ফারুক হোসেন বলেন,মনগড়া কমিটির কোন মূল্য নাই তারা যে কমিটি ঘোষণা দিয়েছেন সেটা কোন কমিটি না। মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ সেটা প্রমান করতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় কমিটি কে।আর যে কারনে গতকাল আমাদের বিজয় হয়েছে। ধন্যবাদ জানাই আমাদের অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ কে। আশা করি আগামীতে আর কোন কমিটি করারা আগে বারবার ভাবতে হবে সেই সকল চক্রান্তকারীদের।তাদের মনে রাখতে হবে কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতিনির্ধারণীরা এখনো আছেন।