মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর উপজেলার ১৬ ইউপি নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থী ও চারজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
গত বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়ন পত্র বাছায়ের দিনে এ সব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন চেয়ারম্যান পদে ৯৪ জন, সাধারন সদস্য পদে ৬৪৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৮১ জন মনোনয়নপত্র জমা দেন।
আর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোহরপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোস্তাফা মহিতুজ্জামান, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান এবং মণিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিল্টনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
এছাড়া দূর্বাডাঙ্গা ইউনিয়নে ১জন, খেদাপাড়া ইউনিয়নের ১জন এবং চালুয়াহাটি ইউনিয়নে ২ জন মেম্বর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।