হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে বিএডিসির নতুন ভবন উদ্বোধন

মণিরামপুরে বিএডিসির নতুন ভবন উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 148 ভিউজ

মণিরামপুর (যশোর)প্রতিনিধি :

মণিরামপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নতুন ভবন উদ্বোধন করেছেন। বুধবার (১৮ অক্টোবর) দুপুর একটার দিকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবন উদ্বোধন করেছেন। বিএডিসির যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন।

মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন। প্রায় (৯৮ লক্ষ) টাকা ব্যয়ে সম্প্রতি মণিরামপুরে বিএডিসির নতুন দোতলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এর আগে বুধবার সকালে উপজেলার কাশিমনগর ও ভোজগাতী ইউনিয়নে দুইটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন