মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ১০ জন আহতের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুরের চালকিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানাগেছে, ঢাকা মেট্টো-ব ১৫-০০৩৯ নম্বরধারি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় গাছের সাথে ধাক্কা খেয়ে বাসটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। প্রাণরক্ষার্থে আতংকিত যাত্রীরা বাস থেকে লাফিয়ে পড়েন। এদের মধ্যে অনেকেই হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেয়।
ফয়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস জানান, এ সময় বাসের ড্রাইভার মিজানুর রহমান (৪০)-এর পা বাসের গ্যাস ভোল্টের সাথে আটকে থাকে। পরে হাইড্রোলিক কাটার দিয়ে গ্যাসভোল্ট কেটে ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় অনেকেই বাস থেকে লাফিয়ে পড়েন। তারা বাস থেকে সোমা বিশ্বাস (২৬) নামের এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
