হোম আন্তর্জাতিক ভয়ংকর যুদ্ধ ড্রোন ওরিয়ন-এর সফল পরীক্ষার ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার তৈরি মনুষ্যবিহীন যুদ্ধ বিমান ওরিয়ন ড্রোনের একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সংবাদ মাধ্যম আরটি জানায় রাশিয়ার ক্রনশটাড গ্রুপ এই ড্রোন তৈরি করেছে। রোববার রাশিয়ার সেনাবাহিনী প্রধান এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যায়, রানওয়ে থেকে ওরিয়ন ড্রোন কোন ঝামেলা ছাড়াই আকাশে উড্ডয়ন করে। এরপরে আকাশে বেশ কিছুক্ষন থাকার পর একটি মানবহীন হেলিকপ্টারে নির্ভুল ভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে।

ভিডিওটিতে দেখা গেছে ক্ষেপণাস্ত্র আঘাতে ওই হেলিকপ্টার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ভিডিওর বর্ণনায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, “ক্রিমিয়ায় নতুন সশস্ত্র মানববিহীন আকাশযান ওরিয়নের প্রথম সামরিক পরীক্ষা।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘ওরিয়ন’ রাশিয়ান সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে। এটি কেবলমাত্র বিমানঘাঁটি অনেক দূরে শুধু উড্ডয়নই করে না, সেই সঙ্গে লক্ষ্যবস্তুতে দ্রুত হামলাও করতে পারে ”

রাশিয়ার “ইন্ডিপেনডেন্ট মিলিটারি রিভিউ” এর সম্পাদক দিমিত্রি লিটোভকিন দেশটির সংবাদ সংস্থা তাসকে বলেছেন, ‘ওরিয়ন’ আর্কটিক জুড়ে বিস্তীর্ণ অঞ্চলে নজরদারি চালাতে সক্ষম।

রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা মনে করেন ওরিয়ন চীন, ইসরায়েল এবং মার্কি যুক্তরাষ্ট্রের ড্রোন প্রযুক্তির একচেটিয়া আধিপত্য ভেঙে ফেলবে। এদিকে গত সপ্তাহেই রাশিয়া তার “হান্টার” যুদ্ধ ড্রোনের একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে।

হান্টার ড্রোনের নতুন সংস্ক্রণ আরো বেশি আধুনিক বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন