হোম অর্থ ও বাণিজ্য ভোলায় ৩০০ লিটার তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বাণিজ্য ডেস্ক :

ভোলার পরানগঞ্জ বাজারে একটি গুদামে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে জব্দকৃত তেল ১৬০ টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।

শুক্রবার (১২ মে) সকাল ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি টিম সকালে অভিযানে নামে।

এ সময় ভোলা সদরের পরানগঞ্জ বাজারের হৃদয় স্টোরে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা।

তেল মজুতের অভিযোগে গুদামের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত তেলের বোতলের গায়ের দামে ১৬০ টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

ক্রেতারা সারিবদ্ধ হয়ে এ তেল সংগ্রহ করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন