হোম অর্থ ও বাণিজ্য ভোক্তা আইনের সংস্কার প্রয়োজন: ফরিদা ইয়াসমিন

বাণিজ্য ডেস্ক :

ভোক্তা আইন এখন সংস্কার প্রয়োজন। এ জন্য আইনকে আরও শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ সেমিনারে এ কথা বলেন তিনি।

ফরিদা ইয়াসমিন বলেন, আমরা সবাই দিনশেষে ভোক্তা। বাজারে পণ্য কিনতে গেলে আমাদের নিজের অধিকার সম্পর্কে জানতে হবে। আইনে কী আছে, সেটা জানতে হবে।

তিনি বলেন, ভোক্তাকে আরও সচেতন হতে হবে। প্রতারিত হলে অভিযোগ দিতে হবে। সাংবাদিকদেরও এ আইন প্রচার করতে হবে, যেন মানুষ প্রতিকার পায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রসঙ্গে তিনি বলেন, এই সংস্থাটি এখন ভালো কাজ করছে, প্রতিষ্ঠানটি কোনো দল দেখে না। প্রতিষ্ঠানের মালিক কে সে খোঁজ নেয় না। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন