কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় রাশেদা বেগম, নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। সে গজারিয়া ইউনিয়নের মানিকদি মধ্যপাড়া গ্রামের আবুল বাশারের স্ত্রী।
সোমবার সকাল ১০.৩০ মিনিটে সম্ভুপুর সাজেদা- আলাল হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর ওই প্রসূতির স্বজনরা হাসপাতালটি ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বজনদের অভিযোগ, রাশেদা বেগমের সিজার করার সময় এনেস্থিসিয়া ভুল করার কারণে রাশেদা বেগম মারা যায়। ঘটনার পর পর হাসপাতালের ম্যানেজার ডাক্তার, নার্সসহ কর্মচারীরা পালিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাশেদার সিজার সঠিকভাবে সম্পন্ন হয়েছে। অপারেশনের পর সম্ভবত কার্ডিয়াক এরেস্টে মহিলার শরীরে খিচুনি উঠে ৫ মিনিটের মধ্য সে মারা গেছে। এ সময় ওষুধ দেয়ার কোনো সুযোগ ছিল না।
ভৈরব থানার ওসি মোঃ শাহিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
s
