হোম জাতীয় ভৈরবে বাসস্ট্যান্ডের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈর‌বে বাসস্ট্যান্ডের নাম করণকে কেন্দ্র ক‌রে মিরারচর ও আকবর নগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) সকাল থে‌কে ক‌য়েক ঘণ্টা ধ‌রে এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

পুলিশ জানায়, আকবরনগর বাসস্ট্যান্ডের নামকরণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আকবরনগর ও মিরারচর গ্রামবাসী লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জনের বেশি আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়।

সংঘর্ষের সময় বেশকিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন আকবর নগর গ্রামবাসী লোকজন।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ছয় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, সড়ক ও জনপদ বিভাগের একটি সাইনবোর্ডে বাজারের নাম নিয়ে চলতি বছরের ১০ জুলাই কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবর নগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাটি সালিসি দরবারে মীমাংসা হয়। পূর্ব সংঘর্ষের জেরে বাসস্ট্যান্ডের নামকরণ ও আধিপত্য বিস্তার নিয়ে আবার‌ও সংঘর্ষে জড়ায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন