কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব কালিপুর মধ্যপাড়া এলাকায় বাথরুমের পানির বালতি থেকে ১৫ দিন বয়সী এক ছেলে নবজাতকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। নিহত নবজাতকের নাম ইয়ান। সে ইদ্রিস- শাকিলা দম্পতির প্রথম সন্তান। বাবা ইদ্রিস মিয়া পেশায় একজন মোবাইল মেকানিক।
জানা যায়, আজ ৫ নভেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে ইদ্রিস মিয়ার স্ত্রী শাকিলা বেগম তার ১৫ দিন বয়সী নবজাতক শিশুকে সাথে নিয়ে শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এসময় বাচ্চাটিকে গোসল করাতে ডাকতে আসেন নবজাতকের দাদী শামসুন্নাহার বেগম। তিনি বাচ্চাটিকে বিছানায় দেখতে না পেয়ে বাচ্চার মাকে ঘুম থেকে ডেকে তুলে বাচ্চা কোথায় জানতে চান। তাদের দু’জনের ডাক- চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এসে বাচ্চাটিকে খুঁজতে শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির বাথরুমের দরজা খুলে বাচ্চাটিকে বালতির পানিতে ডুবন্ত অবস্তায় দেখতে পান। পরে বাচ্চাটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ হাসপাতাল থেকে নবজাতকের লাশ থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) তারিকুল আলম জুয়েল বলেন, নবজাতকের মৃত্যুটি অস্বাভাবিক ও রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
