মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে বাসে আগুন লেগে ঘুমন্ত চালক আবুল হোসেন (৫৫) নিহত হয়। সোমবার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক নরসিংদীর পলাশ উপজেলার খালিশারটেক গ্রামের কিতাব আলীর ছেলে বলে জানা গেছে।
বিসমিল্লাহ পরিবহন নামের বাসটি ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অবস্থান ছিল। রাত ১১ টায় বাসের ভিতর লক করে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে চালক। ভোর ৪ টার দিকে মশার কয়েল থেকে বাসে আগুন লেগে যায়। বাসের ভিতর ঘুমন্ত চালক আগুনে পুড়ে মারা যায়। পরে খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ২০ মিনিট চেষ্টার পর আগুন নেভায়।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। পরবর্তীতে আইনি ব্যবস্থায় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে পুুলিশ সূত্রে জানা যায়।