হোম জাতীয় ভূ-গর্ভে যাচ্ছে চট্টগ্রামের ডিশ-ইন্টারনেটের তার

জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডের ঝুলন্ত ডিশ-ইন্টারনেটের তার ছয় মাসের মধ্যে ভূ-গর্ভে যাচ্ছে । ওয়ার্ড তিনিটি হলো লালখান বাজার, জামালখান ও বাগমনিরাম।

মঙ্গলবার (১২ মার্চ) টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলামের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। এ সময় মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীও উপস্থিত ছিলেন।

দেশ ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে গেলেও বৈদ্যুতিক লাইন, ইন্টারনেট ও ক্যাবল টিভির সংযোগ লাইন এখনও পুরোনো অবস্থায় রয়ে গেছে। সংযোগ মাথার ওপর, বৈদ্যুতিক খুঁটির ওপর ঝুলিয়ে রাখা হয়েছে তারের বস্তা। এতে একদিকে যেমন নগরী হারাচ্ছে সৌন্দর্য অন্যদিকে বাড়ছে ঝুঁকি। বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। শহরের অপরিকল্পিত ও সমন্বয়হীনভাবে সম্প্রসারিত বিভিন্ন সেবা সংস্থার ঝুলন্ত তারের কারণে প্রায়ই অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনাও ঘটছে।

চট্টগ্রাম নগরে সবচেয়ে বেশি তারের জঞ্জাল চোখে পড়ে নিউমার্কেট মোড়, তামাকুন্ডি লাইন, আন্দরকিল্লা, চেরাগি পাহাড়, টেরিবাজার, জামালখানসহ ৪১টি ওয়ার্ডের বিভিন্ন অলিতে গলিতে।

নগরীর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল জানান, নগরীর তিনটি ওয়ার্ডে কাজ চলাকালে ইন্টারনেট কিংবা টিভির ক্যাবল সংযোগে কোনো ব্যাঘাত ঘটবে না। ছয় মাসের মধ্যেই এ তিনটি ওয়ার্ডের কাজ শুরু হবে। পাইলট প্রকল্প হিসেবে লালখান বাজার ওয়ার্ডে এরই মধ্যে নালার পাশে ড্রেনেজ সিস্টেমের ওপর পাইপের মধ্য দিয়ে তারগুলো নিয়ে যাওয়া হবে।

সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ আল ইসলাম জানান, সিটি করপোরেশনের সঙ্গে চুক্তি হয়েছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। এতে দুর্ঘটনার হার একেবারেই কমে যাবে।

সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ডিশ, ইন্টারনেট সংযোগ ক্যাবল ব্যবস্থাপনা হলে বৈদ্যুতিক পিলারে দুর্ঘটনা কমবে। শহরের সৌন্দর্য বাড়বে। আবার তার কাটা ও চুরি রোধ হওয়ায় ব্যবসায়ীরাও লাভবান হবেন।’

তিনি আরও বলেন, ‘বাণিজ্যিক নগরী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চট্টগ্রামের যে গুরুত্ব আছে তা ম্লান হয়ে যাচ্ছে তারের জঞ্জালের জন্য। নগরীর সৌন্দর্য ও নিরাপত্তার স্বার্থে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে তারের জঞ্জাল অপসারণ করতে চাই। ছয় মাসের মধ্যে প্রাথমিকভাবে তিনটি ওয়ার্ডের ঝুলন্ত ডিশ-ইন্টারনেটের তার ভূ-গর্ভে নেবো আমরা। এরপর তিন ওয়ার্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুরো নগরীর ডিশ-ইন্টারনেটের তার ভূ-গর্ভে নেয়া হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন