হোম জাতীয় ভাষাবীর এম এ ওয়াদুদ বিতর্ক উৎসবের লোগো উন্মোচন

জাতীয় ডেস্ক :

চাঁদপুরে অনুষ্ঠিতব্য ভাষাবীর এম এ ওয়াদুদ জাতীয় বিতর্ক উৎসব-২০২২-এর লোগো উন্মোচন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকার সরকারি বাসভবনে আয়োজকদের উপস্থিতিতে তিনি এই উৎসবের লোগো উন্মোচন করেন।

চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) এবং চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরামের (সিসিডিএফ) আয়োজনে এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) সহযোগিতায় চাঁদপুর সরকারি কলেজ চত্বরে আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ অনুষ্ঠিত হবে।

সারা দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজারের বেশি শিক্ষার্থী ও বিতর্ক অনুরাগীদের সম্মিলন ঘটবে রুপালি ইলিশের শহরে।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে উৎসব সম্পর্কে অবহিত করা হয়। এ সময় তিনি তিন দিনব্যাপী জাতীয় এই আয়োজনে দেশসেরা বিতার্কিকদের মিলনমেলায় যুক্ত হবেন বলে আশ্বস্ত করেন।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগ সদস্য জাফর ইকবাল মুন্না, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ শুকরানা, জাতীয় বিতর্ক উৎসব-২০২২-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান হাসান শাহরিয়ার, উৎসবের প্রধান সমন্বয়কারী ও চাঁদপুর ডিবেট মুভমেন্টের (সিডিএম) উপদেষ্টা ফারুক আহম্মদ, উৎসবের ডেপুটি চিফ কো-অর্ডিনেটর ও সিডিএমের এলিট সদস্য নাজিমুল ইসলাম এমিল, উৎসবের চেয়ারম্যান ও বিডিএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাব্বির আজম, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) ডেপুটি জেনারেল সেক্রেটারি এইচ. এম সাবির নূর, উৎসবের কো-চেয়ারম্যান ও সিডিএমের সাবেক সভাপতি এহেসান ফারুক ছন্দ, উৎসবের সদস্য-সচিব এবং সিডিএমের সাবেক সভাপতি সাখাওয়াত হোসাইন ইমন, সিডিএমের সভাপতি ভিভিয়ান ঘোষ এবং সিসিডিএফয়ের সভাপতি মিঠুন চন্দ্র প্রমুখ।

উৎসবে ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযাগিতা, স্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতা, ডিবেটার্স অ্যাওয়ার্ড নাইট, প্রদর্শনী বিতর্ক, বিতর্ক উৎসব, বিতার্কিকদের সম্মিলন, মুক্ত আলেচনা, বিতর্ক আড্ডা, ক্যারিয়ার আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন