হোম খেলাধুলা ভারতে মেসির ক্রিকেট খেলার গুঞ্জন, সঙ্গী হবেন কোহলি ও ধোনি?

ভারতে মেসির ক্রিকেট খেলার গুঞ্জন, সঙ্গী হবেন কোহলি ও ধোনি?

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
ব্যাট হাতে, হেলমেট পরে মাঠে নামছেন ব্যাটসম্যান। জার্সির পেছনে নাম লেখা – লিওনেল মেসি!

কল্পনা এখনো, তবে এমনটাই সত্যি হতে পারে। আগামী ডিসেম্বরে ভারত সফরে গিয়ে ব্যাট-বল হাতেই মাঠে নামার সম্ভাবনা আছে ফুটবলে বিশ্বকাপ জিতে ফেলা আর্জেন্টিনা অধিনায়ক মেসির!

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত সফরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেটের মহাতারকা মাহেন্দ্র সিং ধোনি ও ভিরাট কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলতে পারেন মেসি। ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও সাবেক অধিনায়ক রোহিত শর্মাও মাঠে নামতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে মেসির ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার বিষয়ে বলেন, ‘১৪ ডিসেম্বর মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের সঙ্গে উনি ক্রিকেট ম্যাচও খেলতে পারেন। সবকিছু নিশ্চিত হওয়ার পর আয়োজকরা একটি পূর্ণাঙ্গ সূচি দেবেন।’

ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর মেসি ভারতের তিন শহর- কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ে একাধিক ইভেন্টে অংশ নেবেন। কলকাতার ইডেন গার্ডেন্সে মেসির সম্মানে ‘গোট কাপ’ নামে সেভেন এ সাইড (৭ জনের ম্যাচ) একটি টুর্নামেন্টও আয়োজিত হবে, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।

কলকাতায় মেসির একটি ফুটবল ওয়ার্কশপে অংশ নেওয়ার কথা আছে, একটি ফুটবল ক্লিনিকও উদ্বোধন করবেন বলে জানাচ্ছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

এটি হবে ভারতে মেসির দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালের সফরে অবশ্য বাংলাদেশও জড়িয়ে আছে। সেবার ভারতে একা নন, মেসি গিয়েছিলেন পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেবার বাংলাদেশেও এসেছিল মেসির আর্জেন্টিনা, ঢাকা স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসিরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন