হোম খুলনাসাতক্ষীরা ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ১০পিস স্বর্ণের বারসহ আটক-১

নিজস্ব প্রতিনিধি:

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত থেকে ২ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ পিস স্বর্ণের বারসহ সাইফ উদ্দীন (২৩) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে ভোমরা স্থলবন্দর সীমান্তের লক্ষীদাড়ি এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক যুবক চোরাকারবারি সাইফ উদ্দীন সাতক্ষীরার সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের মৃত কবির সরকারের ছেলে।

বিজিবি জানায়, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্তের লক্ষীদাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত চোরাকাবাররিকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৪২০.৬৬ গ্রাম। যার বাজার মূল্য মূল্য ২ কোটি ১৩ লাখ ৫০ হাজার ২২১ টাকা।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আটক যুবক চোরাকারবারিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন