নড়াইল অফিসঃ
ভারতের সাবেক রাস্ট্রপতি প্রনব মুখার্জীর মৃত্যুতে তার আত্নার শান্তি কামনায় নড়াইলে পূজা,অর্চনা,কীর্তন,অন্নদান ও বস্ত্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী শ্বশুরবাড়ি নড়াইলের তুলারামপুরে মন্দিরে এ সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রয়াত রাস্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখার্জীর ফাউন্ডেশনের আয়োজনে প্রয়াত রাস্ট্রপতির ছবিতে মাল্যদান করা হয়। পরে কীর্তন দল সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বস্ত্রদান করা হয়। সাবেক পানি সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এর পক্ষ থেকে বস্ত্র বিতরন করেন খুলনার ডুমুরিয়া উপজেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক গোপাল চন্দ্র দে,সমীর দে, মেহেদী হাসান রাজা,শুভ্রা মুখাজর্ীর মামাতো ভাই কার্তিক ঘোষ,রূপা ঘোষ,শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের পরিচালক অয়ন দাস প্রমুখ। পরে বিকালে প্রনব মুখার্জীর স্মরনে আলোচনা সভায় অংশ নেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা,পুলিশ সুপার জসিমউদ্দিন,শুভ্রা মুখার্জীর ফাউন্ডেশনের সভাপতি এড.সুবাস চন্দ্র বোস,শুভ্রা মুখার্জীর মামাতো ভাই কার্তিক ঘোষ, জামাতা অয়ন দাস,আর্কিটেক্ট বিধান কুমার সাহা প্রমুখ।
গত ৩১ আগষ্ট মৃত্যবরন করেন ভারতের সাবেক) রাস্ট্রপ্রতি ও নড়াইলের জামাতা প্রনব মুখার্জী। তার মৃত্যুতে ২ সেপ্টেম্বর সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করে।