হোম অন্যান্যসারাদেশ ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এক দিনের ছুটির কবলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর

নিজস্ব প্রতিনিধি :

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে গান্ধী জয়ন্তী পালন উপলক্ষ্যে সোমবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। তবে, আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত স্বাভাবিক রয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, মহাত্মা গান্ধীর জন্মদিনে ভারতে ২ অক্টোবর জাতীয় ছুটি হিসেবে ঘোষিত। সে কারণে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় সরকারি অফিস ছুটি রয়েছে। এর ফলে কার্যত আজ ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার (৩অক্টোবর) থেকে আবারও যথারীতি ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মাজরিহা হোসাইন জানান, আমদানী-রপ্তানি বাণির্জিক কার্যক্রম বন্ধ থাকলেও পোসপোর্ট যাত্রীদের যাতায়াতে স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন