হোম অন্যান্যসারাদেশ ভাদড়ায় শেখ রাসেল সৃতি ৮ দলীয় ফুটবল টু্র্নামেন্ট সুভ উদ্ববোধন

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলা ভাদড়া ফুটবল মাঠে শেখ রাসেল সৃতি ৮দলীয় ফুটবল টু্র্নামেন্ট খেলার উদ্ধবোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ।

কেঁড়াগাছি সোনামাটি সংঘ বনাম চন্দন পুর R.Nপ্রগতি সংঘের মধ্যে বিকাল ৩.৪৫ মিনিটে সুরু হয়। শুরু থেকে আক্রমনাত্মক খেলা করতে থাকে অভায় দল কিন্তু শত চেষ্টা ব‍্যার্থতে রুপান্তারিত হয়।

প্রথম অর্ধে কোনো গোল না করে মাঠ ছাড়ে দুই দল, ২য় অর্ধে ৫ মিনিটে প্রথম গোল এনে দেন রাসেল জার্সি নং ৭ পরে কেড়াগাছি গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে। কিন্তু কাওন্টার আক্রমণে সুযোগ পেয়ে।পর পর দুই গোল করেন ১১ নং জার্সি পরা খেলোয়ার সাব্বির, পরে কেড়াগাছির ৩০ নং জার্সি পরিহিত খেলোয়ার শাহরুল ১ টি গোল করে ব‍্যাবধান কমান, শেষ বাঁশি বাজার আগেই চন্দন পুরের ৯ নং জার্সি পরা সাজু ১ টি গোল করেন, চন্দন পুর R.N প্রগতি সংঘ ৪__কেড়াগাছি সোনামাটি যুব সংঘ___১ হাজার ও দর্শকের পাশাপাপাশি খেলাটি উপভোগ করেন মাওলানা আব্দুল গফফার, সজিবুর রহমান সজিব,রাজিবুল আলম সোহেল, সাবেক ফুটবলার আতিউর রহমার, মাষ্টার রুহুলকুদ্দুস সভাপতি বি,বি, এস ভাদড়া, আব্দুল বারী, আঃ রহিম প্রমুখ।

ম‍্যাচটি পরিচালনা করেন, ১)জাফরুল্লাহ খান চৌধুরী সামু ২)হাফিজুর রহমান( হাফিজ) ৩) ইকরামুল হোসেন স্পন্সার ছিলেন লামিয়া টেলার্স পোঃ আতিকুর রহমান। ধারার্বনায় ছিলেন মোঃ ইকবাল হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন