হোম আন্তর্জাতিক বড় পতনের মুখে ব্রিটেন!

আন্তর্জাতিক ডেস্ক :

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দাম আর বর্তমান বেতন কাঠামো- এই দুইয়ের মধ্যে তাল মেলাতে না পেরে ব্রিটেনের নাগরিকদের জীবনযাত্রার মান স্মরণকালের সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে।

এরইমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশি কমিউনিটিতেও।

অর্থনৈতিক তালিকায় শীর্ষ দশে থাকা দেশ ব্রিটেনের অবস্থা এখন যেন মুখ থুবড়ে পড়ার মতোই হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব রকম খাবারের দাম। একইসঙ্গে মূল্য বাড়ছে বিদ্যুৎ, গ্যাস ও তেলের। সরকারি নানা সহায়তা কার্যক্রম ঘোষণা করা হলেও তা আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। ব্যয় বেড়ে যাওয়ায় খাবারসহ গৃহস্থালির অনেক খরচ অর্ধেকে নামিয়ে এনেছেন ব্রিটিশরা। এক কথায় বেশ বিপাকেই সময় পার করছেন অধিকাংশ নাগরিক।

এক প্রবাসী বলেন, আগে যেসব জিনিস আমরা ১/২ পাউন্ডে পেতাম তার দাম এখন দ্বিগুণ হয়ে গেছে।

ক্রয়ক্ষমতা এরইমধ্যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা বেগম। তিনি বলেন, সংকট নিরসনে সরকারের উচিত প্রাইভেট কোম্পানি ও ধনী ব্যক্তিদের ট্যাক্স এর হার বাড়িয়ে দেয়া।

আফসানা বেগম বলেন, যেখানে এক রুমের ফ্ল্যাটের জন্য ৬০০ পাউন্ড ট্যাক্স দেওয়া লাগত সেখানে এখন ৮০০ থেকে ১০০০ পাউন্ড নেওয়া হচ্ছে।

যুক্তরাজ্য সরকারের তথ্য বলছে, ১৯৫০ সালের পর ব্রিটিশ পরিবারগুলো জীবনযাত্রার ব্যয়ে সবচেয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে এবার।

তেল ও গ্যাসের দামের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ব্রিটেনে জীবনযাত্রায়। এ কারণে নিত্যদিনের জীবনযাপনে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশিসহ অর্থনৈতিভাবে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা জনগোষ্ঠীর।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন