আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীন সফরকে ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্র চীনকে চাপ দিতে ব্যর্থ হয়েছে এবং ব্লিঙ্কেনের চীন সফর ‘অমর্যাদাকর ভিক্ষাবৃত্তির সফর’।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্ব নেওয়ার পর ব্লিঙ্কেনের এই সফরই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। সফরে ব্লিঙ্কেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যে একটি আস্থার সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ এগিয়ে নেয়ার আহ্বান জানান।
সোমবার (১৯ জুন) চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন বলেছিলেন, তিনি উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ করতে উৎসাহিত করার জন্য চীনকে অনুরোধ করেছিলেন। কারণ বেইজিং পিয়ংইয়ংকে সংলাপে যোগ দেয়ার জন্য চাপ দেয়ার ক্ষেত্রে একটি দারুণ ইতিবাচক অবস্থানে রয়েছে।
কেসিএনএ-কে দেয়া সাক্ষাৎকারে দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জং ইয়ুং-হাক বলেছেন, বিরল এই সফরের উদ্দেশ্য মূলত চীনের কাছে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি ভিক্ষা চাওয়া। কারণ, ওয়াশিংটন জানে চীনকে চাপ দিলে তা মার্কিন অর্থনীতির জন্য হিতে বিপরীত হতে পারে।
তিনি আরও বলেন, ‘এক কথায় বলতে গেলে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বৈঠককে চীনের ওপর চাপ দেওয়ার নীতির ব্যর্থতা স্বীকার করে একটি অমর্যাদাকর ভিক্ষামূলক সফর ছাড়া অন্য কোনোভাবেই বিচার করা যায় না।’
