খেলাধূলা ডেস্ক :
নতুন মৌসুম শুরুর আগে দলের বেশ কিছু ফুটবলার ছেড়ে দিতে চায় বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ব্যয় কমানোর সঙ্গে, ড্রেসিং রুমের ভারসাম্য ঠিক রাখতেই এমন সিদ্ধান্তের দিকে হাঁটছে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে চুক্তির শেষ বছরে থাকা অনেকের সাথেই নতুন চুক্তি করতে আগ্রহী নয় ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড।
কাড়ি কাড়ি অর্থ ব্যয় করে তারকা ফুটবলার দলে নেয়ায় বিশ্বের যে কোনো ক্লাবকে হার মানাবে রিয়াল মাদ্রিদ। ট্রান্সফার ফি একের পর এক রেকর্ড ভাঙায় সিদ্ধহস্ত মাদ্রিদিস্তারা। প্রথম দফায় ক্লাব সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে ফ্লোরেন্তিনো পেরেজ গড়েন তারকা সমৃদ্ধ এক দল। যার নাম দেয়া হয় গ্যালাকটিকোস।
তবে করোনা ভাইরাস বদলে দিয়েছে সেই ধারণা। আর্থিক মন্দায় ক্ষতিগ্রস্থ হয়েছে বিশ্বের নামী-দামী অনেক ক্লাব। রিয়াল মাদ্রিদও তার ব্যতিক্রম। বর্তমানে রিয়ালের মূল দলে ফুটবলার আছেন ২৭ জন। নতুন মৌসুম শুরুর আগে স্কোয়াডে থাকা ফুটবলারের সংখ্যা কমাতে কাজ শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। গেল মৌসুমের পর চুক্তি শেষ হওয়ায় ক্লাব ছেড়ে গেছেন ইসকো, গ্যারেথ বেল ও মার্সেলো। সে তালিকায় যুক্ত হতে পারে কুবো ও রেইনিয়েরের নাম।
এদিকে খেলোয়াড় ছাঁটাইয়ের পাশাপাশি খেলোয়াড় কেনাতেও ব্যস্ত রিয়াল। এরই মধ্যে ফরাসি ক্লাব এএস মোনাকো থেকে চৌয়ামেনিকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়াও বেশ কিছু বড় খেলোয়াড়কে দলে নেয়ার সুযোগ আছে তাদের। তার মধ্যে পাওলো দিবালা, মাউরো ইকার্ডি সহ আরও কিছু খেলোয়াড় এখন ফ্রি এজেন্টে রয়েছে। শুধু স্যালারি মিলে গেলেই দলে নিতে পারবে খেলোয়াড়দের।
তবে বর্তমান রিয়াল গড়ছে ভবিষ্যতের কথা চিন্তা করে। তাই দলের বুড়দের আর নতুন চুক্তির প্রস্তাব দিচ্ছে না। আর এদিকে তরুণ খেলোয়াড়কে দলে নিতে ব্যস্ত হয়ে পরেছে স্প্যানিশ ক্লাবটি।
এদিকে সান্তিয়াগো বার্নাব্যু’র পর, দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বছর রিয়ালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পেরেজ।
