হোম খেলাধুলা বেলের জার্সি পেলেন ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্লিসন

খেলাধূলা ডেস্ক :

সপ্তাহখানেক আগে এভারটন ছেড়ে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। নর্থ লন্ডনের ক্লাবটিতে তিনি পেয়েছেন ৯ নম্বর জার্সি। মঙ্গলবার (৬ জুন) তাকে এ জার্সি দেয়ার কথা জানায় ক্লাবটি। খবর ডেইলি মেইলের। টটেনহ্যামে শেষবার এ জার্সি পরে খেলেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা গ্যারেথ বেল।

রিচার্লিসনের জন্য ৬০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে লন্ডনের ক্লাবটিকে। তার ঠিকানা বদলের বিষয়টি নিশ্চিত করেন দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এক টুইটে তিনি বলেন, টটেনহ্যাম স্থায়ী চুক্তিতে রিচার্লিসনকে দলে ভিড়িয়েছে। স্পার্সদের সঙ্গে রিচার্লিসনের চুক্তি হয়েছে আগামী পাঁচ বছরের জন্য।

গুডিসনরা রিচার্লিসনের জন্য মাত্র ৫০ পাউন্ড দাবি করে আসছিল। কারণ দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই তাদের পর্যাপ্ত ফান্ড প্রয়োজন ছিল। এভারটন সেটি করল দলের সেরা খেলোয়াড়কে বিক্রি করে।

ওয়াটফোর্ড থেকে ২০১৮ সালে এভারটনে আসেন রিচার্লিসন। এ দলের হয়ে লিগে এখন পর্যন্ত ১৩৫ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৪৩ গোল। সব মিলিয়ে তিনি খেলেছেন ১৫২ ম্যাচ, পা থেকে এসেছে ৫৩ গোল। নামের পাশে ১৪টি অ্যাসিস্টও আছে এ তারকার।

আমেরিকা মিনেইরো দিয়ে সিনিয়র ‍ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল রিচার্লিসনের। এরপর ফ্লুমিনেন্স হয়ে খেলতে আসেন ওয়াটফোর্ডে। পুরো ক্লাব ক্যারিয়ারে ২৬৩ ম্যাচে ৭৮ গোল করেছেন এ তারকা। সহায়তা করেছেন ৩০ গোলে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন