জাতীয় ডেস্ক :
যশোরের বেনাপোল সীমান্তপথে পাচারের সময় ১৮ কেজি রুপা জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (৬ জুন) সকালে বেনাপোল সীমান্তের গোগা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ রুপার চালানটি উদ্ধার করেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যশোরের গোগা সীমান্ত দিয়ে রুপার একটি বড় চালান অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসবে।
এমন সংবাদে গোগা বিওপির টহলদল অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশি করে ১৭ কেজি ৯০০ গ্রাম (১৫৩৯.৪ ভরি) ভারতীয় রুপা জব্দ করা হয়।
জব্দ রুপা এবং মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৯ হাজার ১০০ টাকা বলেও জানান তিনি।
