মিলন হোসেন,বেনাপোল:
বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ৩ লাখ টাকা ভারতীয় ওষুধ সহ মিলন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।আজ বৃহস্পতিবার বিকেলে সাদিপুর মাঠের মধ্যে থেকে তাকে আটক করা হয়েছে। সে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আজিবার মিয়ার ছেলে ।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার আশিক আলী জানান তার নেতৃত্বে একটি বিজিবির টহল দল সাদিপুর মাঠের মধ্যে হতে ৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ সহ মিলন মিয়া কে হাতেনাতে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।