মিলন হোসেন, বেনাপোল :
বেনাপোল বন্দর হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ন দখল করতে আজ সোমবার মুহু মুহু বোমা বিস্ফোরনে আতংকিত হয়ে পড়ে বেনাপোল বন্দর এলাকা। বোমা বিষ্ফোরনে বন্দর, কাস্টমস সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা পুলিশের একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে দফায় দফায় বোমা বিষ্ফোড়নের ঘটনা অব্যাহত রয়েছে।
বেনাপোল হ্যান্ডলংক শ্রমিক ইউনিয়নের সাধারন সদস্যরা জানান, আজ সকাল ১০ টার দিকে আমরা সাধারন শ্রমিকরা সকলে কাজের জন্য বন্দরের ভিতরে ব্যাস্ত ছিলাম। ৪০ থেকে ৫০ জনের একটি সন্ত্রাসী দল লাল পোশাক পরে বন্দরের সামনে এসে আমাদের ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করে। এসময় তারা পিস্তল উচু করে ফায়ার করে এবং ৫০ থেকে ৬০ টি বোমা বিষ্ফোরন ঘটায়। চারিদিকে বোমার আতংকে আমরা সাধারন শ্রমিকরা বন্দরের ভিতরে অবরুদ্ধ ছিলাম। আমাদের কয়েকজন শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে তারা। আহতরা নাভারন হাসপাতালে চিকিংসাধীন আছে।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। এ ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। একজন পুলিশ সহ ৪ জন শ্রমিক আহত হয়েছে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, হ্যান্ডলিংক শ্রমিকদের সৃষ্ট গোলযোগের কারনে সকাল থেকে বন্দরে লোড আনলোড কর্যিক্রম বন্ধ রয়েছে।
