মিলন হোসেন বেনাপোল :
বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ৬ কেজি গাঁজা সহ বাবলু মোড়ল (৪০)নামে এক মাদক ব্যবসায়ী আটক।মঙ্গলবার (৮ ডিসেম্বর)দুপুরে দৌলতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক বাবলু বেনাপোল পৌর সভার দিঘিরপাড় গ্রামের মৃতঃ আতিয়ার মোড়লের ছেলে।
থানার ডিউটি অফিসার এএসআই মাসুম পারভেজ জানান,ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান স্যারের কাছে গোপন খবর আসে বাবলু নামে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে গাঁজার চালান এনে দৌলতপুর এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ওসি স্যার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তাকে আটক করে। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।
