হোম অন্যান্যসারাদেশ বেনাপোল পণ্যবাহী আমদানি রেলওয়াগ্যান থেকে ফেনসিডিল উদ্ধার

বেনাপোল পণ্যবাহী আমদানি রেলওয়াগ্যান থেকে ফেনসিডিল উদ্ধার

কর্তৃক
০ মন্তব্য 91 ভিউজ
মিলন হোসেন বেনাপোল :
বেনাপোলে পণ্যবাহী আমদানি রেলওয়াগন থেকে ৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৭ টার সময় বেনাপোল রেলষ্টেশন থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।
বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে আমদানি পেঁয়াজ পণ্য বোঝাই রেলওয়াগানে পাচারকারীরা ফেনসিডিলের চালান নিয়ে আসছে। এমন খবরে  রেলে তল্লাশি করে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন